Friday, December 2, 2011

দ্রব্যমূল্য


দ্রব্যমূল্য
সাস্থের জন্য দরকারী
পুস্টিকর তরকারি
তাই গেলাম একদিন বাজারে
পকেটে নিয়ে টাকা হাজারে

বাজারেতে প্রথমেই
কিনতে গেলাম বেগুন
একি শুনি দামতো নয়
ঝরছে যেন আগুন ।

কিন্তে গেলাম রসুন, পেয়াজ
আলু, মরিচ, আদা
এগুলোর দামের কথা
কি আর বলব দাদা ।

তেল, চিনি আর মাংসটাকে
দিলাম নাহয় বাদ
দরিদ্ররা কি এগুলোর
নিতে পারে স্বাদ ।

নরিদ্রদের প্রধান খাবার
ছিল একদিন ডাল
শুনে খুবি কষ্ট লাগে
এর দানও বেহাল ।

দ্রব্যনূল্যের ঊর্ধগতির
করছেনা কেউ বারণ
নিবার্চন এলেই শুধু
বাড়াতে চায় আসন ।

আমরা কি কেউ পারিনা
আইন শৃংখলা মানতে
যে নীতিটা হারিয়ে গেছে
সেটাকে ফিরিয়ে আনতে ।

2 comments: