Tuesday, February 14, 2012

ফুলের মালা


   ফুলের মালা
তোমার জন্য এনেছি মালা
ভালোবাসার এই দিনে
রাস্তার ধারের দোকানটি থেকে
দশ টাকা দিয়ে কিনা ।

হোকনা সেটা দশটি টাকার
অথবা ফুটপাত থেকে কেনা
কিন্তু যে ভালোলাগা দিলাম এতে
সেটা আর কথাও পাবেনা ।

খোপায় যখন পড়বে এটা
লাগবে সুন্দর বেশ
সুরভিত সুবাস সারা অঙ্গে
মাখবে তোমার কেশ ।

মালাটা আজ ভাগ্যবান খুব
শোভা পেয়ে তোমার চুলে
পরম যত্নে রেখে দিও তাকে
কখনো দিওনা ফেলে ।

চিরদিন আমায় রেখ করে আপন
খোপায় জেভাবে রেখেছ মালা
ভুল করেও কখনো তুমি
দিওনা আমায় জ্বালা ।

তুমি আমার


   তুমি আমার
তুমি আমার জীবনের গান
আমার প্রানের পাখি
ইচ্ছে করে মনের খাচায়
লুকিয়ে তোমায় রাখি ।

তুমি আমার জীবন খতায়
মনের একটুকরো পাতা
তোমায় কাছে প্রেরনা পেয়েই
গড়েছি গানের খাতা ।

তুমি আমার জ্যোৎস্না স্নাত
নীরব সন্ধ্যা বেলা
তুমি আমার এক নিশীতে
আঁকাশে তারার মেলা ।

তুমি আমার স্বপ্নে পাওয়া
মধুর কোন ভোর
তোমার পরশ সৃষ্টি করে
ভালোবাসার এক অসীম আদর ।

তোমার কন্ঠ শুনলে ভাবি
যেন কোকিলের কন্ঠে গান
বসন্তে যার মধুর সুরে
হারিয়ে যায় মন প্রাণ ।

দীঘল কালো চুল যে তোমার
মায়া জাগানো আঁখি
দু’চোখ বন্ধ করলে আমার
তোমায় শুধু দেখি ।

তুমি আমার সকাল বেলার
মিষ্টি কোন পাখি
মধুর কন্ঠে গান শুনে যার
খুলি আমার আঁখি ।

Sunday, February 12, 2012

বসন্ত বন্দনা

    বসন্ত বন্দনা
হে বন্ধু তুমি জেগেছ কি
দেখেছ কি বসন্ত যে এসেছে ধারায়
শুনেছো কি কোকিলের সুমধুর কন্ঠ
যে সুরে আজ মন যে হারায় ।

গাছে গাছে ফুটেছে আমের মুকুল
ফুলের গন্ধে মন হয়েছে আকুল
দক্ষীনা পবন বইছে এখন
তোমার সঙ্গ পেতে চাইছে মন ।

প্রকৃতি সেজেছে অপরূপ সাজে
মন উতলা হয়েছে তাই
চলনা আজ দুজনে
প্রকৃতিতে হারিয়ে যাই ।

প্রকৃতিতে এখন রূপের বাহার
এসেছে উতলা ফাগুন
সারা দেহ পুড়ে ছারখার
মনেতে জ্বলে যে আগুন ।

পুষ্প সকল হেসে কুটি কুটি
সুবাসিত দেহ মন
প্রকৃতির অপরূপ এই সুধা পানে
মন হারাবে এখন ।

বসন্ত বরন


  বসন্ত বরন
কৃষ্ণচুড়ার ডালে দেখ
ঝরছে যেন আগুন
প্রকৃতিতে আজ এসেছে বুঝি
বসন্তের উতলা ফাগুন ।

সাজিয়েছে দেখ তারা বরন ডালা
ফুলে ফুলে সারা গাছে
ছড়িয়ে দিয়েছে ফুলের সৌরভ
দক্ষীনা বাতাসে ।

আয়োজন আজ চলছে দেখ
করতে তাকে বরন
তাই বলেইতো ফুলেতে অলি
করছে মধু আহরণ

কোকিল সেথায় গাইছে যে গান
কুহু কুহু সুরে
সুর ললিত কন্ঠ তাহার
যায় বাতাসে উড়ে ।

হলুদ গাঁদা আর হলুদ শাড়ি
শোভা পায় রমনীদের সাজে
বৃক্ষ ছায়ায় প্রসান্ত মনে
বসন্তেরই গান বাজে ।

আজ বসন্ত


      আজ বসন্ত
আজ বসন্ত
আজ ফাগুনের আগুন ঝরা বসন্ত
কৃষ্ণচুড়ার সবুজ ডাল
রক্ত রাঙ্গা কৃষ্ণচুড়ায় মুখরিত
           আজ বসন্ত ।

কোকিল সেথায় ব্যাস্ত আজ
তার সুর ছড়ানো গানে
অলির দল বসেছে ফুলে
মিস্টি মধু আহরণে ।

খোপায় খোপায় হলুদ গাঁদা
পরনে সবুজ শাড়ি
গাইছে তারা বরণেরই গান
হচ্ছেনা কেউ ক্লান্ত
    কারন আজ বসন্ত ।
আমি আজ হাসব,আমি আজ গাইব
ক্ষনিকের জন্য যাব ভুলে সব দুঃখ
গাইব আমি বসন্তেরি গান
হবনাতো আমি ক্ষান্ত
          কারন আজ বসন্ত
ফাগুনের আগুন ঝরা বসন্ত ।

ওই দক্ষিন জুড়ে বইছে দেখ
উষ্ণ ঠান্ডা হাওয়া
উতলা হাওয়ায় মনেতে আমার
জেগেছে কতযে চাওয়া ।

আমার চাওয়াগুলো সব হবে যে পাওয়া
বলব তাকে আমার মনের-ই কথা
নিয়ে প্রাণে উচ্ছাস, মনে আবেগ অফুরান্ত
আজ বসন্ত ।