Saturday, October 22, 2011

বৃষ্টি



আকাশের গর্জন ঘনিয়াছে আধার
এখনি নামবে বৃষ্টি
ভিজে যাবে প্রকৃতি দূর হবে খরা
খোদার কি অপুর্ব সৃষ্টি ।

অনেকটাক্ষন গম্ভীর প্রকৃতি
শুরু হয়ে গেল বাতাস
মনের গভীর দুঃখে আজ
কাঁদবে বুঝি আকাশ ।

ঝিরি ঝিরি সুরে আকাশের চোখে
শুরু হয়ে গেল অঝোর ধারা
মন আজ আকাশ ছুতে চায়
সেতো আজ বাধন হারা ।

গাছের পাতায় টুপ টুপ করে
রূপালী বৃষ্টি ঝরছে
এমন দিনে তুমি কাছে নেই
তোমাকে খুব মনে পরছে ।
মনের দুঃখে কাদি আর ভাবি
দেখা পাব তোমার কবে
তারপর ভাবি শান্ত হও মন
দেখা নিশ্চই হবে ।

Thursday, October 20, 2011

হৃদয়ে তুমি


হৃদয়ে তুমি
কখনো তোমাকে কি পাব
আমার মনের মত করে
তোমায় নিয়ে দেখেছি স্বপ্ন
আমার মনেরই ঘরে ।

তমাকে আমি একটি কথা
বলতে চাই বারবার
কিন্তু হায় কি এক কারনে
বলা হয়না আর ।

এতদিন পরেও পারিনি আমি
সেই কথাটি বলতে
মনে প্রানে আমি যে চাই
তোমারই সাথে চলতে ।

কখনো তুমি কি পারনা বুঝতে
আমার মনেরই কথা
তোমাকে ছাড়া আমার হৃদয়ে
জমেছে কতযে ব্যাথা ।

ভালোবাসা সে তো মিছে আশা
সবাই তো তা চায়
কিন্তু হায় অবশেষে
সবাই কি তা পায় ।

কিন্তু আমার মনের কোণে
তবুও জেগেছে আশা
তোমারি কাছে পৌছে দেব
আমার এই ভালবাসা ।

হয়ত তুমি বুঝেছো আমায়
বুঝেছো আমার ভাষা
কিন্তু এখনো দিলেনা কেন
তোমার ভালবাসা ।

শত হতাশার পরেও বলব
তুমিযে আমার
চেস্টা চলুক দেখি আমার
হয় কি জিত নাকি হার ।।

Wednesday, October 19, 2011

স্বপ্ন


স্বপ্ন
আমি নইতো শিল্পী
হয়তবা আমি কবি
তবুও আমার এই হৃদয়ে
একেছি তোমারি ছবি ।

স্বপ্ন দেখেছি কত
আকাশে নক্ষত্র যত
বাশিনি ভাল অন্য কাউকে
যতটা বেসেছি তমারি মত ।

বুকের গভীরে রেখেছি তোমায়
আন্তরে তোমারি টান
তোমার জন্য জীবন বাজি
হারাতে পারি এই প্রান ।

সুখ স্মৃতি


সুখ স্মৃতি

আনমনা এক দুপুরে
     হাটছিলাম পথের ধারে
ভাবছিলাম তোমার কথা
     মনে ছিল কিছু ব্যাথা ।

হঠাকরে
  বেজে উঠল ফোন
     ভেসে উঠল তোমার ছবি
হঠাকরেই
     আনন্দেতে নেচে উঠল মন ।

হচ্ছিলনা বিশ্বাষ
     বাড়তে লাগল আমার নিশ্বাষ
শান্ত করে এই মনটা
     ধরলাম তোমার ফোনটা ।

হ্যালো ......
শেষ কবে করেছিলে ফোন
     কখনো কি সেটা মনে পড়ে
তবে স্মৃতির মনিকোঠায়
     বারবার সেই স্মৃতি ঝরে ।

গত একমাস ভেবেছি কত
     বলব তোমাকে একটি কথা
কিন্তু হঠাঅতি আনন্দে
     বলা হলনা সকল কথা ।

আদৌ কি আমার মনের
     সকল কথা বলা হবে
আমার এই হৃদয় ঘরে
     বল তুমি আসবে কবে ।

পরিশেষে বিদায় বেলায়
     সুখে থেকো ভাল থে্কো
আজকের মত সব সময়
     আমায় তুমি মনে রেখ ।।

Wednesday, October 12, 2011

উদাস দুপুর


উদাস দুপুর
গ্রীষ্মের এক গনগনে দুপুরে
বেলকনিতে বসে আছি একা
কত পাখি গেয়ে গেল গান
কত প্রজাপতির সাথে হল যে দেখা ।

কোকেল পাখি কুহুকুহু সুরে
উড়ে চলল ওই আকাশে
নাটাইয়ের সুতোয় বাধা পড়ে
ঘুড়ি উড়ছে ওই বাতাসে ।

একাকিত্ত গভির হচ্ছে
মন বসছেনা কোন কাজে
ভেসে চলেছে ফুলের সৌরভ
মনেতে নতুন সুর বাজে ।

রক্ত রাঙা কৃষ্ণচূড়া
বাতাসের সাথে ডলেতে ভাসে
সবই আছে ভর দুপুরে
তুমি নেই আমার পাশে ।

মন এখন বাহির হতে চায়
মানছেনা কোন কারন
তুমি হীনা এই একাকিত্ত
হতে পারে এর কারন ।

উদাস দুপুর


উদাস দুপুর
গ্রীষ্মের এক গনগনে দুপুরে
বেলকনিতে বসে আছি একা
কত পাখি গেয়ে গেল গান
কত প্রজাপতির সাথে হল যে দেখা ।

কোকেল পাখি কুহুকুহু সুরে
উড়ে চলল ওই আকাশে
নাটাইয়ের সুতোয় বাধা পড়ে
ঘুড়ি উড়ছে ওই বাতাসে ।

একাকিত্ত গভির হচ্ছে
মন বসছেনা কোন কাজে
ভেসে চলেছে ফুলের সৌরভ
মনেতে নতুন সুর বাজে ।

রক্ত রাঙা কৃষ্ণচূড়া
বাতাসের সাথে দালেতে ভাসে
সবই আছে ভর দুপুরে
তুমি নেই আমার পাশে ।

মন এখন বাহির হতে চায়
মানছেনা কোন কারন
তুমি হীনা এই একাকিত্ত
হতে পারে এর কারন ।

নিঝুম রাতে


নিঝুম রাতে

নিঝুম রাতে দূর আকাশের
দিকে তাকিয়ে
তারার দিকে হাতছানিতে
ডাকছি তোমাকে ।

আসবে কি তুমি আমার কাছে
জ্বালবে মনে আলো
স্বপ্ন দেখি নিয়ে তোমাকে
বাসি কতযে ভাল ।

সত্য বলছি মিথ্যা তো নয়
প্রমান নিতে পারো
ফেলে দিয়ে সকল সংশয়
সঠিক হাতটি ধর ।

বাড়িয়ে দিলাম আমার এই হাত
ওই তারাদের দিকে
ফিরিয়ে দিয়ে আমার এই হাত
কাদিওনা এই মনটিকে ।