Wednesday, November 16, 2011

নীতি কথা নয় সত্য কথা


নীতি কথা নয় সত্য কথা

কেন এই নৃশ্যংসতা
কেন এই বর্বরতা
করছ সোনার বাংলাদেশে
ভাল মানুষের ছদ্দবেশে ।

এই কি দিয়েছিল শিক্ষা
৫২’র ঐ মিছিলে
জাতি হিসেবে গর্ব কর
কিন্তু দেশের জন্য কি দিলে ।

একাত্তরের লাখো শহীদের
রক্তে রাঙানো এই দেশ
হচ্ছে কেন এত দলাদলি
কেনই বা হয় এত রেশ ।

যে দেশে ছিল কবি নজরুল
সুকান্তের মত কবিরে
সে দেশে কেন এত সংঘাত
হয় ছাত্রদের শিবিরে ।

জেগে ওঠ আজ ছাত্র সকল
রুখে দাও সব দালালদের
আমরাই পারি রক্ষা করতে
এ দেশটা যে আমাদের ।

সবাই মিলে আজ শপথ করি
রাখব দেশের সম্মান
দেশের জন্য দিয়ে দেব
যদিও হয় তা নিজের প্রাণ ।

কোকিল কন্ঠি


কোকিল কন্ঠি
কোকিলের মত কন্ঠ তাহার
মুক্তা ঝরা হাসি
দেখে জেন মনে হয়
আমি তাকেই ভালবাসি ।

কাজল কালো চোখ দুটি তার
ঘন কাল চুল
তার চেয়ে ভাললাগে
মাথায় গোজা গোলাপ ফুল ।

দুধে আলতা বরন তাহার
মন কারা তার দৃষ্টি
লাখো কোটি ফুলের মাঝে
খোদার কি অপরূপ সৃষ্টি ।

যদি সে কখনো আমায়
দেয় সারা একটুখানি
করে রাখবো তাকে আমি
আমার হৃদয়ের রানী ।

Sunday, November 6, 2011

বন্ধুর জন্য সুখ


বন্ধুর জন্য সুখ
যেখানে আমার বন্ধু তোমার মত
এত সুন্দর নারী
সেখানে কিভাবে আমি
আন্য মেয়েতে তাকাতে পারি ।

যে দিকে তাকাই দেখি শুধু
তোমার সুন্দর মুখ
তখন ভাবি আসলেই বুঝি
একেই বলে সুখ ।

সুখ সুখ করে কেঁদেছি কত
এখন কাঁদতে হবেনা আর
তোমার মাঝে যে সুখ পেলাম
তাতে কেন করব মন্টা ভার ।

পেয়েছি আমি সুখের ঠিকানা
তাই করছিনাতো বড়াই
টিকিয়ে রাখতে এই সুখ
আমি চালিয়ে যাব লড়াই ।

ভালোলাগার ফুল


ভালোলাগার ফুল

আমার বাগানে ফুটেছে এই ফুল
দেয়েছি তোমায় তাই
করেছি কি ভুল ?

ভেবেছি আমি তুমিই এর
যথাযথ প্রাপক
তোমার ছোয়া পেয়ে ফুল
ফোটা হল স্বার্থক ।

ফুলের সৌরভ হয়তবা থেকে যায়
এর শোভা থাকেনা দীর্ঘক্ষন
কিন্তু এই যে ভাললাগা
স্মৃতিতে থাকবে আজীবন ।

আজীবন তোমায় দেব ভালোলাগা
যে যাই বলুক লোকে
এখানেতে তো কোন ভুল নেই
নেই আমারই চোখে ।