Sunday, January 22, 2012

ভোরের শিশির


ভোরের শিশির
শীত এল প্রকৃতিতে
একটি বছর ঘুরে
শীত এল কুয়াশার
ঘন চাদর মুড়ে ।

রিতু চক্রে দেখ এসেছে পৌষ
প্রকৃতিকে করেছে আপন
হিম শীতল বাতাস ছরিয়ে
প্রকৃতিকে দিয়েছে কাঁপন ।

খেজুরের রসের মিস্টি গন্ধ
বাতাসে ভেসে আসে
খেজুরের রসের পায়েশ খেতে
কার না ভাল লাগে ।

পাটিসাপটা আর ভাপা, পুলি
খেতে লাগে বেশ
গ্রাম বাংলা উসব মুখর
আনন্দের নেইত তাদের শেষ ।

Wednesday, January 18, 2012

অভিমানী প্রজাপতি


অভিমানী প্রজাপতি
প্রজাপতিগুলো আজ যাচ্ছে উড়ে
রঙ্গিন ডানা মেলে কন সুদূরে
দুহাত নেড়ে আমি তাকে ডাকি
চলে গেল কেন আমায় দিয়ে ফাকি ।

অভিমান ভুলে তুমি এসোনা ফিরে
শুন্যতাটা ভরিয়ে দাও মনের নীড়ে
তোমায় ছাড়া আমি হয়ে গেছি একা
এ হৃদয়ে কিছু নেই শুধুই ফাকা ।

শুখের বার্তা নিয়ে জীবনে এসেছিলে
দুঃখ দিয়ে কেন যাচ্ছ চলে
তোমার জন্য ফুটিয়ে ছিলাম ভালোবাসার ফুল
তাহলে কি সেটা আমার হয়েছিল ভুল ।

ফুলের পাপড়িগুলো যখনি জায় ঝরে
তোমার স্মৃতিগুলো খুবই মনে পড়ে
স্মৃতিগুলো তুমি এসে দিয়ে যাও মুছে
কষ্ট আর পাবনা স্মৃতিগুলো কাছে রেখে ।

নিশব্দ


নিশব্দ
চারদিক শব্দহীন শুনশান
থেমে গেছে পাখিদের কলতান
প্রজাপতিগুলো আজ দিচ্ছেনা দেখা
সঙ্গীহীন আমি বসে আছি একা ।

তুমি চলে গেলে কেন
আমায় একা করে বহু দূরে
চলে গেলে কন অজানায়
ভূল বোঝার ছলে ।

মনের নীরবতা যাচ্ছে বেড়ে
তুমি হীনা মনের প্রান্তরে
নির্বাক ছলছল দু’চোখে
চেয়ে আছি আঁকাশের ওই পানে ।

এভাবেই চলছে দিন
বাড়ছে আমাদের ব্যাবধান
পুরোনো সেই স্মৃতি গুলো
খুজে বেড়াই খুলে অবিধান ।

চলে এসো প্রিয় তুমি
আবার আমার কাছে ফিরে
অভিমান করে তুমি
থেকোনা আর বহু দূরে ।

Sunday, January 15, 2012

একা


একা
রাত যায় দিন আসে
লাগে শুধু একা
মন বলে কখন হবে
তোমার সাথে দেখা ।

জোড়া শালিক ওই দেখা যায়
হাটছে তারা মাঠে
তোমায় ছাড়া একলা সময়
কিভাবে বল কাটে ।

দিনটা ভাল কাটছেনাতো
রাত তো তাও বাকি
তোমায় ছারা রিক্ত এমন
আনমনা হয়ে থাকি ।

দিন শেষে ফের রাত্রি এল
বাড়ল একাকিত্তের ব্যাথা
তুমিও কি এই নিশিতে
ভাবছ আমার কথা

Saturday, January 7, 2012

সোনা রোদ


সোনা রোদ
সকালের সোনা রোদ
প্রতিদিন ঘুম ভাঙ্গায়
ঘুম থেকে উঠে মন
তোমায় দেখতে চায় ।

গাছের পাতার ফাকে
পাখিরা ডেকে যায়
সেই ডাকে আবেগী মন
তোমার কন্ঠ শুনতে চায় ।

বাতাসের সাথে সাথে
ফুলের সৌরভ ভেসে চলে
সেই বাতাস নিয়ে দেখি
তোমার সুবাস কথা বলে ।

ফুলে ফুলে মধু খেয়ে
প্রজাপতি যায় উড়ে
এমন সপ্নীল সকালে
তুমি কেন আছ দূরে ।