Wednesday, January 18, 2012

অভিমানী প্রজাপতি


অভিমানী প্রজাপতি
প্রজাপতিগুলো আজ যাচ্ছে উড়ে
রঙ্গিন ডানা মেলে কন সুদূরে
দুহাত নেড়ে আমি তাকে ডাকি
চলে গেল কেন আমায় দিয়ে ফাকি ।

অভিমান ভুলে তুমি এসোনা ফিরে
শুন্যতাটা ভরিয়ে দাও মনের নীড়ে
তোমায় ছাড়া আমি হয়ে গেছি একা
এ হৃদয়ে কিছু নেই শুধুই ফাকা ।

শুখের বার্তা নিয়ে জীবনে এসেছিলে
দুঃখ দিয়ে কেন যাচ্ছ চলে
তোমার জন্য ফুটিয়ে ছিলাম ভালোবাসার ফুল
তাহলে কি সেটা আমার হয়েছিল ভুল ।

ফুলের পাপড়িগুলো যখনি জায় ঝরে
তোমার স্মৃতিগুলো খুবই মনে পড়ে
স্মৃতিগুলো তুমি এসে দিয়ে যাও মুছে
কষ্ট আর পাবনা স্মৃতিগুলো কাছে রেখে ।

No comments:

Post a Comment