Sunday, January 1, 2012

সোনার বাংলা


সোনার বাংলা
তুমি কি কখনো দেখেছো
প্রজাপতির ফুলে উড়ে চলা
শুনেছ কি কখনো
পাখির কন্ঠে কথা বলা ।

বাতাসের সাথে সবুজের মাঠে
ধানের শীষের দোলা
কি অপরূপ দৃশ্য সেটা
জায় কি কখনো ভোলা ।

রঙ তুলির আচরে যেন
বাংলার গ্রাম আঁকা
যে দিকে তাকাই চোখে পড়ে
যেন সবুজের রঙ মাখা ।

সবুজে ঘেরা সূউচ্চ পাহাড়
বহে ঝরনার ধারা
ঝরনার জলে নন দুবে জায়
হয় সে বাধন হারা ।

শিশিরে সিক্ত হয় প্রকৃতি
বিন্দু বুন্দু জলে
সূযের আলোয় চিক চিক করে
আবার হঠা সায় চলে ।

পুর্ব গগণে সুর্যের হাসি
আলো লাগে কি মিষ্টি
যতই দেখি পুলকিতো হই
খোদার কি অপরূপ সৃষ্টি ।

বসন্ততে কুহু কুহু সুরে
শুনি কোকিলের গান
মধুর এই শিল্পির গানে
জুড়িয়ে জায় প্রাণ ।

বসন্ত আর নন্নতে
মুখরিত সারা দেশ
এক সাথে সব মিলে মিশে রই
নেই ভেদাভেদ রেশ ।

সন্ধ্যা নামে রক্তিম সুর্যে
ডুবে জায় সারা বেলা
আন্ধকারে আচ্ছন্ন হয়ে
শুরু হয় রাতের খেলা ।

জন্মেছি এই বঙ্গেতে তাই
ধন্য হলাম আহারে,
এই আমাদের বাংলাদেশ
আমার সোনার বাংলারে ।

No comments:

Post a Comment