Wednesday, January 18, 2012

নিশব্দ


নিশব্দ
চারদিক শব্দহীন শুনশান
থেমে গেছে পাখিদের কলতান
প্রজাপতিগুলো আজ দিচ্ছেনা দেখা
সঙ্গীহীন আমি বসে আছি একা ।

তুমি চলে গেলে কেন
আমায় একা করে বহু দূরে
চলে গেলে কন অজানায়
ভূল বোঝার ছলে ।

মনের নীরবতা যাচ্ছে বেড়ে
তুমি হীনা মনের প্রান্তরে
নির্বাক ছলছল দু’চোখে
চেয়ে আছি আঁকাশের ওই পানে ।

এভাবেই চলছে দিন
বাড়ছে আমাদের ব্যাবধান
পুরোনো সেই স্মৃতি গুলো
খুজে বেড়াই খুলে অবিধান ।

চলে এসো প্রিয় তুমি
আবার আমার কাছে ফিরে
অভিমান করে তুমি
থেকোনা আর বহু দূরে ।

No comments:

Post a Comment