Friday, December 30, 2011

তারা ভরা রাত


তারা ভরা রাত
তারা ভরা রাতে জোছনার সাথে
বলছি কথা একা
হটা করেই হয়ে গেল আজ
স্বপ্নের সাথে দেখা ।

স্বপ্ন সেতো দেয় ধোকা
করেনা কারো ভাল
তবুও তুমি শত হতাশায়
আশার প্রদিপ জালো ।

দেখেছি স্বপ্ন তোমায় নিয়ে
মনেতে আশা আছে
তুমি শুধু আমারই হবে
পাব তোমাকে কাছে ।

আমার চোখে তুমি


আমার চোখে তুমি

ভয় পাইনা আমি
     যে যাই বলুক লোকে
চিরদিনই থাকবে তুমি
      আমার চোখে চোখে

মনের মধ্যে আছ তুমি
      রেখেছি করে আপন
তোমায় স্নরন করে আমি
      করি প্রতিদিন যাপন ।

একটুখানি আড়াল হলেই
      লাগেনাতো ভালো
গভীর মেঘে আচ্ছন্নতে
      মন হয়ে জায় কালো ।

বহু কষ্টে পেয়েছি তোমায়
      ছাইনা আর হারাতে
তোমার হাতে রেখে হাত
      চাই একসাথে দাড়াতে।

স্নিগ্ধ সকাল


স্নিগ্ধ সকাল
সকালটা শুরু করলাম
তোমার কন্ঠ শুনে
আশা করি সারাটা দিন
যাবে ভাল গুণে ।

বিরক্ত করলে তোমায়
ক্ষমা চাইছি আমি
তুমি হয়তো ভাবতে পার
এটা আমার পাগলামী ।

ভালোলাগার জন্য আমায়
পাগল হতে হয় ।
মন থেকে বলছি এটা
মিথ্যা কথা নয় ।

ভালোলাগার স্বপ্নটা যে
বড় হচ্ছে আরো
স্বপ্ন পুরন করতে আমার
তুমিই শুধু পারো ।

Tuesday, December 20, 2011

আকুল আবেদন


আকুল আবেদন
শীত এসেছে কনকনে শীত
করেছো কি তুমি খেয়াল
ধনী গরীবের মাঝে এখনো
দেখিয়ে টাকার দেয়াল ।

ধনীর কাপড়ের বাহার দেখো
কত রকম ফ্যাশন
দরিদ্রদের শীত তারাতে
নেই একটুকরো শীত বসন।

হাড়কাপা এই তীব্র শীতে
গরম কাপড় কেনার সামর্থ নেই
আমরা সেখানে কিনতে পোশাক
বড় শপিংমলে ভীর জমাই ।

ফুটপাতের ওই পিচ ঢালাতে
কুকরে শুয়ে থাকে
আমরাতো আছি বেশ আরামে
কি আসে যায় তাতে ।

মানবতা আর মনুত্যটাকে
পাইনা তো আজ খুজে
এসব দেখে পাশ কেটে যাই
হয়তবা থাকি দুচোখ বুঝে ।

ধনী গরীব মানুষ সবাই
সবাই খোদার একই সৃস্টি
তবে কেন এত ব্যাবধান
আমরা দেখাই ভিন্ন দৃস্টি ।

তাদের পাশে যদি একটু দাড়াই
আমাদের হয়নাতো কোন ক্ষতি
বরং মহ কাজের দারা
জীবনে বাড়ে যতি ।

একটি শীতের কাপড়ের আশায়
তারা ঠায় দাঁড়িয়ে থাকে
এই বুঝি কেউ এগিয়ে এল
একটি শীতের কাপড় নিয়ে হাতে ।

আমাদের দেয়া একটি সাধারণ কাপড়
না হোক সেতা রঙ বাহারে
দূর করে সব শীত যন্ত্রনা
মুখে একটু হাসি মাখাতে পারে ।

সবার কাছে আমার আকুল আবেদন
একটুখানি হেসে
আসুন সাহায্যের হাতটি বাড়িয়ে
দাড়াই শীতার্থদের পাশে ।

Tuesday, December 13, 2011

বর্ষা


বর্ষা
আকাশের বুকে মেঘের পশরা
        যতই করুক ডাকাডাকি
বন্ধু যদি ডাকে আমায়
        কিভাবে বসিয়া থাকি ।

উদাস দুপুরে একলা বসে
        মনটা যখন রিক্ত
পৃথিবীর বুকে অঝর ধারা
        প্রকৃতিকে করেছে সিক্ত ।

সারাটা দিন অঝর বর্ষণ
        মন বসেনা কন কাজে
বন্ধু আমার কতযে আপন
        মনেতে এই সুর বাজে ।

আকাশে এখন কোন মেঘ নেই
         প্রকৃতি হয়েছে শান্ত
বন্ধুর আশায় ছিলাম বসে আমি
         বন্ধু কি তাহা জানত ।

ইচ্ছে ডানা


ইচ্ছে ডানা
ইচ্ছেটা আজ ডানা মেলে
দূরে উড়ে চলে
ইচ্ছেতা আজ বায়না ধরে
মুক্ত হাওয়ার ছলে ।

ইচ্ছে করে তোমার মাঝে
ভ্রমর হয়ে ঘুরি
ভ্রমর হয়ে ইচ্ছে মত
ফুলে ফুলে উড়ি ।

ইচ্ছে করে দূর আকাশে
ডানা মেলে উড়ি
দূর আকাশে সুতর টানে
জেভাবে উড়ে ঘুড়ি ।

ইচ্ছে করে গলা ছেড়ে
পাখির মত গাই
পাখির কন্ঠে মধুর সুরে
দূরে হারিয়ে যাই ।

মনকে বলি ইচ্ছেটাকে
দে নারে আজ ছুটি
মন বলে সুখের রাজ্যে
কেন করছ খুনসুটি ।

Thursday, December 8, 2011

আমার আমি


আমার আমি
আমাকে সবাই ভাবে বোকা
তাই আমাকে দেয় তারা ধোকা
আমি কি আসলে তাই
তোমার কাছে জানতে চাই ।

ছোট্ট এ জীবনে দিয়েছি কত
বিসর্জন দিয়েছি সিন্ধু
তার বদলে চেয়েছি কিছুই
পাইনিতো এক বিন্দু ।

বহু কষ্ট শেষে আমি
পেয়েছি সুখের ঠিকানা
জানিনা আমি এখনও
এ সুখ আমার টিকবে কিনা ।

Friday, December 2, 2011

শরৎ মানে


শরমানে
শরমানে নদির তীরে
কাশফুলের সাদা রঙের ছটা
শর মানে নীল আঁকাশে
সাদা মেঘের ঘনঘটা ।

শরমানে দূর নদীতে
পালতোলা নৌকার ভেসে চলা
সকাল বেলা সুযের হাসি্
মিষ্টি রদের কথা বলা ।

শরমানে সাদা গাংচিল
ডানা ঝাপ্টে উড়া
বিলের ধারে ঝাকে ঝাকে বক
একসাথে মাছ ধরা ।

শরমানে সবুজ ধান েক্ষত
বাতাশের সাথে দোলা
মুগ্ধ হয়ে দেখে সেটা
হয়ে যাই পথ ভোলা ।

আকাশের পানে তাকিয়ে দেখা
শত পাখিদের নীরে ফেরা
পসি‍চম আঁকাশে হেলে পড়া রবি
গধুলি সন্ধ্যা বেলা ।

দ্রব্যমূল্য


দ্রব্যমূল্য
সাস্থের জন্য দরকারী
পুস্টিকর তরকারি
তাই গেলাম একদিন বাজারে
পকেটে নিয়ে টাকা হাজারে

বাজারেতে প্রথমেই
কিনতে গেলাম বেগুন
একি শুনি দামতো নয়
ঝরছে যেন আগুন ।

কিন্তে গেলাম রসুন, পেয়াজ
আলু, মরিচ, আদা
এগুলোর দামের কথা
কি আর বলব দাদা ।

তেল, চিনি আর মাংসটাকে
দিলাম নাহয় বাদ
দরিদ্ররা কি এগুলোর
নিতে পারে স্বাদ ।

নরিদ্রদের প্রধান খাবার
ছিল একদিন ডাল
শুনে খুবি কষ্ট লাগে
এর দানও বেহাল ।

দ্রব্যনূল্যের ঊর্ধগতির
করছেনা কেউ বারণ
নিবার্চন এলেই শুধু
বাড়াতে চায় আসন ।

আমরা কি কেউ পারিনা
আইন শৃংখলা মানতে
যে নীতিটা হারিয়ে গেছে
সেটাকে ফিরিয়ে আনতে ।