Tuesday, December 13, 2011

ইচ্ছে ডানা


ইচ্ছে ডানা
ইচ্ছেটা আজ ডানা মেলে
দূরে উড়ে চলে
ইচ্ছেতা আজ বায়না ধরে
মুক্ত হাওয়ার ছলে ।

ইচ্ছে করে তোমার মাঝে
ভ্রমর হয়ে ঘুরি
ভ্রমর হয়ে ইচ্ছে মত
ফুলে ফুলে উড়ি ।

ইচ্ছে করে দূর আকাশে
ডানা মেলে উড়ি
দূর আকাশে সুতর টানে
জেভাবে উড়ে ঘুড়ি ।

ইচ্ছে করে গলা ছেড়ে
পাখির মত গাই
পাখির কন্ঠে মধুর সুরে
দূরে হারিয়ে যাই ।

মনকে বলি ইচ্ছেটাকে
দে নারে আজ ছুটি
মন বলে সুখের রাজ্যে
কেন করছ খুনসুটি ।

No comments:

Post a Comment