Friday, December 2, 2011

শরৎ মানে


শরমানে
শরমানে নদির তীরে
কাশফুলের সাদা রঙের ছটা
শর মানে নীল আঁকাশে
সাদা মেঘের ঘনঘটা ।

শরমানে দূর নদীতে
পালতোলা নৌকার ভেসে চলা
সকাল বেলা সুযের হাসি্
মিষ্টি রদের কথা বলা ।

শরমানে সাদা গাংচিল
ডানা ঝাপ্টে উড়া
বিলের ধারে ঝাকে ঝাকে বক
একসাথে মাছ ধরা ।

শরমানে সবুজ ধান েক্ষত
বাতাশের সাথে দোলা
মুগ্ধ হয়ে দেখে সেটা
হয়ে যাই পথ ভোলা ।

আকাশের পানে তাকিয়ে দেখা
শত পাখিদের নীরে ফেরা
পসি‍চম আঁকাশে হেলে পড়া রবি
গধুলি সন্ধ্যা বেলা ।

No comments:

Post a Comment