Tuesday, December 20, 2011

আকুল আবেদন


আকুল আবেদন
শীত এসেছে কনকনে শীত
করেছো কি তুমি খেয়াল
ধনী গরীবের মাঝে এখনো
দেখিয়ে টাকার দেয়াল ।

ধনীর কাপড়ের বাহার দেখো
কত রকম ফ্যাশন
দরিদ্রদের শীত তারাতে
নেই একটুকরো শীত বসন।

হাড়কাপা এই তীব্র শীতে
গরম কাপড় কেনার সামর্থ নেই
আমরা সেখানে কিনতে পোশাক
বড় শপিংমলে ভীর জমাই ।

ফুটপাতের ওই পিচ ঢালাতে
কুকরে শুয়ে থাকে
আমরাতো আছি বেশ আরামে
কি আসে যায় তাতে ।

মানবতা আর মনুত্যটাকে
পাইনা তো আজ খুজে
এসব দেখে পাশ কেটে যাই
হয়তবা থাকি দুচোখ বুঝে ।

ধনী গরীব মানুষ সবাই
সবাই খোদার একই সৃস্টি
তবে কেন এত ব্যাবধান
আমরা দেখাই ভিন্ন দৃস্টি ।

তাদের পাশে যদি একটু দাড়াই
আমাদের হয়নাতো কোন ক্ষতি
বরং মহ কাজের দারা
জীবনে বাড়ে যতি ।

একটি শীতের কাপড়ের আশায়
তারা ঠায় দাঁড়িয়ে থাকে
এই বুঝি কেউ এগিয়ে এল
একটি শীতের কাপড় নিয়ে হাতে ।

আমাদের দেয়া একটি সাধারণ কাপড়
না হোক সেতা রঙ বাহারে
দূর করে সব শীত যন্ত্রনা
মুখে একটু হাসি মাখাতে পারে ।

সবার কাছে আমার আকুল আবেদন
একটুখানি হেসে
আসুন সাহায্যের হাতটি বাড়িয়ে
দাড়াই শীতার্থদের পাশে ।

1 comment:

  1. দূক্ষিত । ৫ নাম্বার পেরার ১ম লাইনে এক্তি বানান ভূল আছে। বানান্টি হবে আমি লিখেছিলাম "মনুত্যটাকে"। আসলে এটা হবে "মনুষত্যটাকে" । পাঠক আমাকে ক্ষমা করবেন ।

    ReplyDelete