Wednesday, November 16, 2011

নীতি কথা নয় সত্য কথা


নীতি কথা নয় সত্য কথা

কেন এই নৃশ্যংসতা
কেন এই বর্বরতা
করছ সোনার বাংলাদেশে
ভাল মানুষের ছদ্দবেশে ।

এই কি দিয়েছিল শিক্ষা
৫২’র ঐ মিছিলে
জাতি হিসেবে গর্ব কর
কিন্তু দেশের জন্য কি দিলে ।

একাত্তরের লাখো শহীদের
রক্তে রাঙানো এই দেশ
হচ্ছে কেন এত দলাদলি
কেনই বা হয় এত রেশ ।

যে দেশে ছিল কবি নজরুল
সুকান্তের মত কবিরে
সে দেশে কেন এত সংঘাত
হয় ছাত্রদের শিবিরে ।

জেগে ওঠ আজ ছাত্র সকল
রুখে দাও সব দালালদের
আমরাই পারি রক্ষা করতে
এ দেশটা যে আমাদের ।

সবাই মিলে আজ শপথ করি
রাখব দেশের সম্মান
দেশের জন্য দিয়ে দেব
যদিও হয় তা নিজের প্রাণ ।

3 comments:

  1. সুন্দর হয়েছে, মনের ভেতর দেশের প্রতি আমাদের এইরকম ভালোবাসা থাকা উচিত ।

    ReplyDelete
  2. ধন্যবাদ মিতা ।

    ReplyDelete
  3. ঠিক তাই । শুধুমাত্র ১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ কিংবা ২১ শে ফেব্রুয়ারী এলেই আমরা বাংগালী হয়ে উঠবনা। আমরা বাংগালী হব সারা জীবনের জন্য ।

    ReplyDelete