Saturday, October 22, 2011

বৃষ্টি



আকাশের গর্জন ঘনিয়াছে আধার
এখনি নামবে বৃষ্টি
ভিজে যাবে প্রকৃতি দূর হবে খরা
খোদার কি অপুর্ব সৃষ্টি ।

অনেকটাক্ষন গম্ভীর প্রকৃতি
শুরু হয়ে গেল বাতাস
মনের গভীর দুঃখে আজ
কাঁদবে বুঝি আকাশ ।

ঝিরি ঝিরি সুরে আকাশের চোখে
শুরু হয়ে গেল অঝোর ধারা
মন আজ আকাশ ছুতে চায়
সেতো আজ বাধন হারা ।

গাছের পাতায় টুপ টুপ করে
রূপালী বৃষ্টি ঝরছে
এমন দিনে তুমি কাছে নেই
তোমাকে খুব মনে পরছে ।
মনের দুঃখে কাদি আর ভাবি
দেখা পাব তোমার কবে
তারপর ভাবি শান্ত হও মন
দেখা নিশ্চই হবে ।

No comments:

Post a Comment