Wednesday, October 12, 2011

উদাস দুপুর


উদাস দুপুর
গ্রীষ্মের এক গনগনে দুপুরে
বেলকনিতে বসে আছি একা
কত পাখি গেয়ে গেল গান
কত প্রজাপতির সাথে হল যে দেখা ।

কোকেল পাখি কুহুকুহু সুরে
উড়ে চলল ওই আকাশে
নাটাইয়ের সুতোয় বাধা পড়ে
ঘুড়ি উড়ছে ওই বাতাসে ।

একাকিত্ত গভির হচ্ছে
মন বসছেনা কোন কাজে
ভেসে চলেছে ফুলের সৌরভ
মনেতে নতুন সুর বাজে ।

রক্ত রাঙা কৃষ্ণচূড়া
বাতাসের সাথে দালেতে ভাসে
সবই আছে ভর দুপুরে
তুমি নেই আমার পাশে ।

মন এখন বাহির হতে চায়
মানছেনা কোন কারন
তুমি হীনা এই একাকিত্ত
হতে পারে এর কারন ।

No comments:

Post a Comment