Sunday, February 12, 2012

আজ বসন্ত


      আজ বসন্ত
আজ বসন্ত
আজ ফাগুনের আগুন ঝরা বসন্ত
কৃষ্ণচুড়ার সবুজ ডাল
রক্ত রাঙ্গা কৃষ্ণচুড়ায় মুখরিত
           আজ বসন্ত ।

কোকিল সেথায় ব্যাস্ত আজ
তার সুর ছড়ানো গানে
অলির দল বসেছে ফুলে
মিস্টি মধু আহরণে ।

খোপায় খোপায় হলুদ গাঁদা
পরনে সবুজ শাড়ি
গাইছে তারা বরণেরই গান
হচ্ছেনা কেউ ক্লান্ত
    কারন আজ বসন্ত ।
আমি আজ হাসব,আমি আজ গাইব
ক্ষনিকের জন্য যাব ভুলে সব দুঃখ
গাইব আমি বসন্তেরি গান
হবনাতো আমি ক্ষান্ত
          কারন আজ বসন্ত
ফাগুনের আগুন ঝরা বসন্ত ।

ওই দক্ষিন জুড়ে বইছে দেখ
উষ্ণ ঠান্ডা হাওয়া
উতলা হাওয়ায় মনেতে আমার
জেগেছে কতযে চাওয়া ।

আমার চাওয়াগুলো সব হবে যে পাওয়া
বলব তাকে আমার মনের-ই কথা
নিয়ে প্রাণে উচ্ছাস, মনে আবেগ অফুরান্ত
আজ বসন্ত ।

No comments:

Post a Comment