Sunday, February 12, 2012

বসন্ত বন্দনা

    বসন্ত বন্দনা
হে বন্ধু তুমি জেগেছ কি
দেখেছ কি বসন্ত যে এসেছে ধারায়
শুনেছো কি কোকিলের সুমধুর কন্ঠ
যে সুরে আজ মন যে হারায় ।

গাছে গাছে ফুটেছে আমের মুকুল
ফুলের গন্ধে মন হয়েছে আকুল
দক্ষীনা পবন বইছে এখন
তোমার সঙ্গ পেতে চাইছে মন ।

প্রকৃতি সেজেছে অপরূপ সাজে
মন উতলা হয়েছে তাই
চলনা আজ দুজনে
প্রকৃতিতে হারিয়ে যাই ।

প্রকৃতিতে এখন রূপের বাহার
এসেছে উতলা ফাগুন
সারা দেহ পুড়ে ছারখার
মনেতে জ্বলে যে আগুন ।

পুষ্প সকল হেসে কুটি কুটি
সুবাসিত দেহ মন
প্রকৃতির অপরূপ এই সুধা পানে
মন হারাবে এখন ।

No comments:

Post a Comment