Sunday, February 12, 2012

বসন্ত বরন


  বসন্ত বরন
কৃষ্ণচুড়ার ডালে দেখ
ঝরছে যেন আগুন
প্রকৃতিতে আজ এসেছে বুঝি
বসন্তের উতলা ফাগুন ।

সাজিয়েছে দেখ তারা বরন ডালা
ফুলে ফুলে সারা গাছে
ছড়িয়ে দিয়েছে ফুলের সৌরভ
দক্ষীনা বাতাসে ।

আয়োজন আজ চলছে দেখ
করতে তাকে বরন
তাই বলেইতো ফুলেতে অলি
করছে মধু আহরণ

কোকিল সেথায় গাইছে যে গান
কুহু কুহু সুরে
সুর ললিত কন্ঠ তাহার
যায় বাতাসে উড়ে ।

হলুদ গাঁদা আর হলুদ শাড়ি
শোভা পায় রমনীদের সাজে
বৃক্ষ ছায়ায় প্রসান্ত মনে
বসন্তেরই গান বাজে ।

2 comments: