Monday, March 26, 2012

অবুঝ মন


    অবুঝ মন
পাখির মত ডানা মেলে
আমি উড়তে নাহি পারি
তাই বলে কি আমার সাথে
করবে তুমি আঁরি ।

বুঝতে তুমি চেস্টা কর
আমার নেইতো কোন ডানা
ডানা ছাড়া যায় না উড়া
এটা নেই কি তোমার জানা ।

অবুঝ তুমি ভীষণ রকম
কিছু বুঝতে নাহি চাও
দয়া করে এবারের মত
আমায় রেহাই তুমি দাও ।

লক্ষি আমার প্রানের পাখি
একটু বোঝার চেস্টা কর
যখন তখন হটা তুমি
বায়না কেন ধর ।

মন যে তুমি দেহের ভেতর
আমার স্বপ্ন রঙ্গে আঁকা
তোমার ছাড়া এক মুহুর্ত
যায়না ভাল থাকা ।

No comments:

Post a Comment