Monday, March 26, 2012

অবুঝ মন


    অবুঝ মন
পাখির মত ডানা মেলে
আমি উড়তে নাহি পারি
তাই বলে কি আমার সাথে
করবে তুমি আঁরি ।

বুঝতে তুমি চেস্টা কর
আমার নেইতো কোন ডানা
ডানা ছাড়া যায় না উড়া
এটা নেই কি তোমার জানা ।

অবুঝ তুমি ভীষণ রকম
কিছু বুঝতে নাহি চাও
দয়া করে এবারের মত
আমায় রেহাই তুমি দাও ।

লক্ষি আমার প্রানের পাখি
একটু বোঝার চেস্টা কর
যখন তখন হটা তুমি
বায়না কেন ধর ।

মন যে তুমি দেহের ভেতর
আমার স্বপ্ন রঙ্গে আঁকা
তোমার ছাড়া এক মুহুর্ত
যায়না ভাল থাকা ।

তোমায় খুজি


  তোমায় খুজি
দিন কেটে যায় মেঘের ভেলায়
রাত যে কাটে চাঁদে
তোমায় ছাড়া বিষন্ন মন
সারাক্ষনই কাঁদে ।

একদিন পাশে ছিলে তুমি
ছিলে আমার নয়ন জুড়ে
তবে আজ কেন আমায় একা রেখে
তুমি বসে আছ আচিনপুরে ।

তোমার পাশে বসে তোমার
হাতে রেখে হাত
আঁকাশের ওই তারার সাথে
কাটিয়েছি কত রাত ।

আজ আমার চোখে আসেনা ঘুম
দুচোখে অস্রু শুধু ঝরে
চোখ দুটি আজ বুজলে পরেই
তোমায় মনে পড়ে ।

সুখের এক বিশাল রাজ্যে
হারিয়ে তুমি গেলে
একবারও কি মনে হয়না তোমার
দুঃখ পাচ্ছে যে এই ছেলে ।

ভাবি আমি একলা বসে
আসবে তুমি ফিরে
তোমায় খুজে পাবোই আমি
কোটি মানুষের ভীরে ।

Friday, March 9, 2012

তুমি আমার


   তুমি আমার
তুমি আমার জীবনের গান
আমার প্রানের পাখি
ইচ্ছে করে মনের খাচায়
লুকিয়ে তোমায় রাখি ।

তুমি আমার জীবন খতায়
মনের একটুকরো পাতা
তোমায় কাছে প্রেরনা পেয়েই
গড়েছি গানের খাতা ।

তুমি আমার জ্যোৎস্না স্নাত
নীরব সন্ধ্যা বেলা
তুমি আমার এক নিশীতে
আঁকাশে তারার মেলা ।

তুমি আমার স্বপ্নে পাওয়া
মধুর কোন ভোর
তোমার পরশ সৃষ্টি করে
ভালোবাসার এক অসীম আদর ।

তোমার কন্ঠ শুনলে ভাবি
যেন কোকিলের কন্ঠে গান
বসন্তে যার মধুর সুরে
হারিয়ে যায় মন প্রাণ ।

দীঘল কালো চুল যে তোমার
মায়া জাগানো আঁখি
দু’চোখ বন্ধ করলে আমার
তোমায় শুধু দেখি ।

তুমি আমার সকাল বেলার
মিষ্টি কোন পাখি
মধুর কন্ঠে গান শুনে যার
খুলি আমার আঁখি ।

ফুলের মালা


   ফুলের মালা
তোমার জন্য এনেছি মালা
ভালোবাসার এই দিনে
রাস্তার ধারের দোকানটি থেকে
দশ টাকা দিয়ে কিনা ।

হোকনা সেটা দশটি টাকার
অথবা ফুটপাত থেকে কেনা
কিন্তু যে ভালোলাগা দিলাম এতে
সেটা আর কথাও পাবেনা ।

খোপায় যখন পড়বে এটা
লাগবে সুন্দর বেশ
সুরভিত সুবাস সারা অঙ্গে
মাখবে তোমার কেশ ।

মালাটা আজ ভাগ্যবান খুব
শোভা পেয়ে তোমার চুলে
পরম যত্নে রেখে দিও তাকে
কখনো দিওনা ফেলে ।

চিরদিন আমায় রেখ করে আপন
খোপায় জেভাবে রেখেছ মালা
ভুল করেও কখনো তুমি
দিওনা আমায় জ্বালা ।

Tuesday, February 14, 2012

ফুলের মালা


   ফুলের মালা
তোমার জন্য এনেছি মালা
ভালোবাসার এই দিনে
রাস্তার ধারের দোকানটি থেকে
দশ টাকা দিয়ে কিনা ।

হোকনা সেটা দশটি টাকার
অথবা ফুটপাত থেকে কেনা
কিন্তু যে ভালোলাগা দিলাম এতে
সেটা আর কথাও পাবেনা ।

খোপায় যখন পড়বে এটা
লাগবে সুন্দর বেশ
সুরভিত সুবাস সারা অঙ্গে
মাখবে তোমার কেশ ।

মালাটা আজ ভাগ্যবান খুব
শোভা পেয়ে তোমার চুলে
পরম যত্নে রেখে দিও তাকে
কখনো দিওনা ফেলে ।

চিরদিন আমায় রেখ করে আপন
খোপায় জেভাবে রেখেছ মালা
ভুল করেও কখনো তুমি
দিওনা আমায় জ্বালা ।